যেমন তোমার ভালোবাসা
জড়িয়ে থাকে বুকেতে
তেমনি চেনা-অচেনা শত ব্যথা
লুকিয়ে থাকে মনেতে।

যেমন তোমার শাসন
এটা-ওটা না করতে
উদাসী মন থাকে প্রস্তুত
সদা নিয়ম গুলো ভাঙ্গতে।

যেমন তোমার কান্না
ব্যথা জাগায় বুকেতে
তেমনি শত শত নীরব ক্ষত
কাঁদায় মোরে দিনে-রাতে।

যেমন তোমার হাসি
দোলা দেয় প্রাণে তে
তেমনি শত স্বপ্ন-প্রত্যাশা
পথ দেখায় সংগ্রামী হতে।

তোমার আমার অন্ত্যমিল
হৃদয়ে হৃদয় মেলাতে
অনুভূতি গুলো একই আছে
দরকার শুধু একই সুরে বীণা বাজাতে।
৩০.০৭.২০১৫