কখনো মনের মেঘ
বরিষণ ঝরায় অবিরাম
জলধারা বয় টিপটিপ টুপটাপ
নীরবে গোপনে হৃদয়ে সংগ্রাম।

তোলে ঝড়,ওঠে তুফান
অস্থিরতা,পুড়ে পুড়ে ছাড়খার
আপনাতে জ্বলে পুড়ে শেষ
এই ই ভালোবাসার কারবার।

পাওয়া না পাওয়া বুকে তোলপাড়
জমাটবাধা মেঘমালা রোজ
কারণ-অকারণ দিবস-রজনী
আসমান-জমিন ক্রন্দন করে খোঁজ।

মনের মেঘ মুছে না আর
প্রস্তুত থাকে কান্না ঝরাতে
ভালোবাসা প্রত্যাশা মৃত আশা
তবুও সেই আশা পুড়তে পুড়তে।
মে,২০১২