কখনো ভাবা হয়নি তাদের দুঃখ
কষ্ট কিম্বা অনুভূতির কথা
বোঝার চেষ্টা করা হয়নি তাদের ভাষা
বুকেতে পুষে রাখা সহস্র ব্যথা।
আমরা আমাদের চোখে দেখেছি ভেবেছি
বুঝিনি তাদের বুকের কান্না
কখনো বিরক্ত হই,দূর দূর করি
বুঝতে পারিনা তাদের মনের বাসনা।
নিয়তির খেলা এ যে নির্মম পরীক্ষা
কেন হায় এমন ললাট লিখন
বোঝা দায় তবুও মেনে নিতে হয়
এই বিষাদ, সারাজীবনের কাঁদন।
অন্যরকম শিশু যারা ভাগ্যহত তারা
কিছু দিতে পারিনা তাদের তরে
শুধু সমব্যথী হয়েছি দিবস রজনী ধরে
সকল ভালোবাসা রাখলাম তাদের পরে।
০৮|০৮|২০২২
সহমর্মিতার সংবেদন