মুহাম্মদ নাম জপতে জপতে
হৃদয়ে মোর জ্বলে বাতি
দুঃখ ব্যথা ভুলে যাই সব
রই শান্তি সুখে দিবা রাতি।
মুহাম্মদ নাম জপলে রে ভাই
সুন্দর হবে তোমার জীবন
সত্য তুমি চিনতে পারবে
নরম হবে পাষাণ মন।
মুহাম্মদ নাম জপ সদাই
ইসলামের ই আলো পাবে
সেই আলোতে তোমার জীবন
একূলে ওকূলে রওশন হবে।
মুহাম্মদ নাম জপতে জপতে
খুঁজে পেলাম জীবনের মানে
সত্য সুন্দর পথের দিশায়
খুশির তুফান জেগেছে এ মনে।
২৩/০৩/২০২২