পাখিটি আর গান গাইতে পারে না
বন্ধি সে,চার দেয়ালে ঘেরা তার ভুবন
সময় করেছে তার সাথে কৃপণতা।
পাখিটির ডানা খুলে পড়ে গেছে
সে আর উড়তে পারে না আকাশ পানে
হাওয়া চলে গেছে বিপরীতে জানিয়ে ব্যর্থতা।
পাখিটি আজ উদাস নয়নে দেখে
কংক্রিট এই মানব সভ্যতার নোংরামি
ছলে বলে কৌশলে বিজয়ী হবার নিঠুরতা।
গান গাইবার উড়ে বেড়াবার সেই সবুজ মন
পাখিটি আজও খুঁজে ফেরে নীরবে সারাক্ষণ
তবু ফুুসরত মেলে না শুধু শোনে বিদায়ী বারতা।
যাই যাই করে সময়ের কৃপণতায় স্বপ্ন হারায়
পাখিটি আর ধরে রাখতে পারে না সজীবতা
যাযাবর পদক্ষেপ তার, চলাচলে শুধু ব্যর্থতা।
পাখিটির হৃদপিন্ড জুড়ে আজ শুধু হাহাকার
উড়তে পারেনি গাইতে পারেনি বন্ধিতে জীবন
চেয়েছিল আসমান পেল সে খাঁচা আর নীরবতা।
১১/১০/২০১৮