দুরন্ত এই মন
বাঁধন মানে না
কর্মজীবীর নিঠুর শৃঙ্খল
মন মানতে চায়না।
রোজ রোজ আটটা- দশটা
শৃঙ্খলিত জীবন
নিমিষেই সময় ফুরায়
মানে না উদাসীর মন।
কাঠখোট্টা সহকর্মীর আচরণ
হৃদয় পোড়ানো
জীবনের নিঃড়ানো বিষাদ
চারিদিকে নিরবে ছড়ানো।
কর্মজীবন আর উদাসীর মন
দ্বন্দ্ব সারাবেলা
চাওয়া-পাওয়া গড়মিল
বুঝিনা জীবন ছলাকলা।
বন্ধিত্ব এই জীবনে
সহ্য করা দায়ভার
আজও খুঁজি গন্তব্য
সংগ্রাম যে জীবনভর।
২২|১২|২০১৪