তোমার‌ বিহ‌নে কাঁ‌দে অাকাশ নদী
তু‌মি ভা‌লোবাসা দিয়ে হারাও য‌দি
আঁ‌খিজল ঝ‌রে মোর দুই নয়‌নে
ও‌গো কাঁ‌দে মন কাঁদে আনম‌নে
ভাঙ্গ‌লো রে মন ভাঙ্গ‌লো রে এ ক্ষ‌ণে
‌তোমার কার‌নে ও‌গো তোমার কার‌নে।

‌তোমার বিহ‌নে পো‌ড়ে মন নিরব‌ধি
তু‌মি দেখা দি‌য়ে হা‌রি‌য়ে যাও য‌দি
একা‌কি আ‌মি নীর‌বে নীর‌বে কাঁ‌দি
ও‌গো তু‌মি কর‌লে মো‌রে অপরা‌ধি
ভাঙ্গ‌লো রে মন ভাঙ্গ‌লো রে এ ক্ষ‌ণে
‌তোমার কার‌নে ও‌গো তোমার কার‌নে।

‌তোমার বিহ‌নে আঁধার হয়ে যায় ভুবন
ও‌গো ভে‌ঙ্গে যেও না এভা‌বে মোর মন
তু‌মি মোর জীব‌নে মি‌শে রও সারা‌ক্ষণ
ভা‌লোবাস‌বো তোমায় সারা‌টি জীবন
ভাঙ্গ‌লো রে মন ভাঙ্গ‌লো রে এ ক্ষ‌ণে
‌তোমার কার‌নে ও‌গো তোমার কার‌নে।
০৭/১০/২০২০