সে তো নিয়ে আসবে-ই এক বুক জ্বালা
তাই বলে ছল ছল কেন তব আঁখি
বেদনার জল আর ফেলো না গো তুমি
আঁখিজল মূল্যহীন পৃথিবীর পরে
তাহলে কি দাম আছে ঝরায়ে এখানে !

ব্যথা আসবেই কাঁদাতে তোমায়
হানবে আঘাত হৃদয়ের মাঝে
তাই বলে ওগো ভেঙ্গে পরো না
পুড়ে পুড়ে মন হবে যে কঠিন
কাঁদাবে না আর ব্যথার দহন।

জীবনে থাকবে জ্বালা যন্ত্রণা-ক্ষত
অবিরত চলাচলে ব্যথাই সঙ্গী
তবুও না ছেড়ে হাল তুলে ধরো পাল
পথ হোক যত বন্ধুর ধরো তবু বৈঠা
পাড়ি দাও জীবন সাগর সাহসিকতায়।