বসে বসে ভাবে ববি
খেলাটাই আমার প্রধান হবি
তবে কেন মা বলে পড়তে
মনটা চায় একটু গাছে চড়তে।
আবার ভাবে ববি
আঁকবো একটা ছবি
মা তাতেও দেন বাধা
ববি’র মনে লাগে ধাঁধাঁ।
ভাবে ববি চুপটি করে
অংকের খাতা যদি পোকায় ধরে
ইংরেজী বই যদি হারিয়ে যায়
আহ! কি মজাটাই না হয়।
তবে আর মা বলবে না পড়তে
সারাদিন পারবো শুধু ঘুরতে
আহা এমন কেন হয় না
বই খাতাগুলো চুলোয় কেন যায় না।
০৩.০৬.২০০৪