রাতের আকাশে আঁধার
মন মাঝে ব্যথা তার
কত স্মৃতি মনে পরে
কভু হই আমিও জেরবার।

কি আছে আর বলার
হৃদয়ে নেই হৃদয় হারাবার
সে আমি আরো কতজন
পুড়ছে রোজ জীবনের পারাবার।

দূর নীলিমার নীলের মাঝে
তার স্মৃতিরা উঁকি দেয়
সেও খোঁজে মেঘের ভাজে
মধুর স্মৃতি শূণ্যতায়।

ক্ষণিকের তরে আসা-যাওয়া
ভরে দিয়েছিলাম ভালোবাসায়
রাতের আকাশের ঐ অমানিশায়
খুঁজি,খোঁজে সে নিরালায়।
অক্টোবর,২০১২