মানবতার দুয়া‌রে প‌ড়ে‌ছে খিল।

‌দি‌কে দি‌কে নিদারুণ গনহত্যা
মর‌ছে মানুষ অগনন অ‌বিরত
‌জোড় যার মুল্লুক তার এই নী‌তি।

ইরাক ফি‌লি‌স্তিন আফগা‌নিস্তান
কাশ্মীর অথবা মায়ানমারের বুক
রু‌ধির ধারায় হ‌লো লা‌লে লাল
আজ রক্ত পলাশ ফো‌টে তার বু‌কে।

কাঁ‌দে আকাশ বাতাস জমিন আসমান।

হায় ধরনী আজ শোক সাগ‌রে
‌দি‌কে দি‌কে শু‌নি শোক মাতম
শকু‌নের ছোবল গ্র‌াস ক‌রে‌ছে অবনী।

নাই নাই আজ মানবতা নাই কোথাও
মানুষ হয়ে‌ছে রক্ত‌পিপাসু হা‌য়েনা
‌দি‌কে দি‌কে জে‌গে‌ছে দান‌বের দল।

মানবতার দুয়ার বন্ধ হ‌য়ে‌ছে পু‌রোপু‌রি
কাঁ‌দে আকাশ বাতাস জ‌মিন আসমান।
২৩/১০/২০১৭