কোথায় আমার ঘর কোথায় বাড়ি
শূন্যতার মাঝে ছাড়াছাড়ি
নাই টাকা নাই পয়সা
কিসের এতো বাহাদুরি।

শূন্যতার মাঝে গড়তে গিয়ে
ঐ সুখ ধরতে গিয়ে
উদাসীন জীবন আমার
কিছু না বুঝতে পারি।

শূন্যতার মাঝে খুঁজতে গিয়ে
একটি ঠিকানা নিজের ঠিকানা
সকাল দুপুর সন্ধ্যা রাতি
করেছি কতো বাড়াবাড়ি।

উদাসীন জীবন আমার
কোথায় ঘর কোথায় বাড়ি
শুধু দেখি শূন্যতার লীলাখেলা
আর কিছু দেখতে না পারি।
০৩.০৬.২০১৬