ঘুণে ধরা এই সমাজের বুকে
কত মানুষ যে মরে ধুঁকে ধুঁকে
সবার মনে পরেছে গাঢ় মরিচিকা
কেউ কারো নয় সবাই-ই একা।

রাস্তায় শুয়ে থাকে কত জন
বুঝি কেউ নয় তাদের আপন
কারো নুন আনতে-ই পান্তা যে শেষ
কারো ফূর্তিতে দিন কাটে বেশ।

বহুতল ইমারত গড়ে কেউ কেউ
ভূমিতে শয়ন করে বারো মাস কেউ
মানুষের বুকে নেই আর মানবতা
সবাই বেঁচে রয়েছে নিয়ে স্বার্থপরতা।