তোমরা ভালো বলেই
খারাপদের অবহেলা করো না
বকাবকি-গালাগালি করে তুমি
অপারগ কে তাড়াই ও না।

দুর্বল কে বোঝার চেষ্টা করো
তার বুকে সাহস জোগাও
গালাগালির চেয়েও গলাগলি
অধিকতর কার্যকরী জেনে নাও।

অপরাধীকে কুকুরের মতো তাড়ালে
সে কামড় দেবে অজান্তে
অপরাধীকে ভালোবেসে শুধরে দাও
অমানিশা থেকে তাকে আনো আলোর প্রান্তে।

উৎসাহ উদ্দীপনা আর ভালোবাসা
স্বচ্ছ করে দেবে মন্দদের চলাচল
তৈরি করবে অপারগ-অপরাধীকে
পাওয়া যাবে অনাকাঙ্ক্ষিত সুফল।