জীবনদাতা আল্লাহ্
রিযিকদাতা আল্লাহ্
লালনকর্তা আল্লাহ্
মালিক আল্লাহ্ ।

তবে কেন মানো না
তবে কেন শোনো না
তবে কেন বোঝ না
কেনো করো বাহানা।

হেলায় হেলায় হায়
সময় যে ফুরায়
দিন ফুরিয়ে যায়
মাস ফুরিয়ে যায়।

সময় থাকতে
এই জীবনেতে
মানো আল্লাহ্ কে
খোঁজ দ্বীনের নবীকে।

আল্লাহ্তায়ালাকে মানলে
নবীজীর আদর্শ মানলে
তার কোনো ভয় নাই
সে যে মুক্তি পাবে ভাই।
১৮.১১.২০০৯