সবুজের বুকে বাতাসের দোলা
এ যে প্রাণ স্পন্দনের খেলা
ঘাসের ওপর ফড়িং নাচে তিড়িংবিড়িং
কোথাও যেন স্থায়ী নয় এ ফড়িং
উড়ে এসে গাছে বসে পাখির ঝাঁক
মানুষের কদর্যতায় পাখিগুলো নির্বাক
পানিতে চলে অবিরাম হাঁসদের দৌঁড়ঝাপ
এই তো ছেলেটি পানিতে দিলো লাফ
সবকিছু ঘটে যায় প্রকৃতির খেয়ালে
তবুও কত কিছু থেকে যায় চোখের আড়ালে।
০৭.০৯.২০০৬