কেটে ফেল তবে তার গর্দান
যে করে রাসূলেরে অসন্মান
বিশ্বের বুকে রয়েছ যত জন
ওগো এক হও সব মুসলমান।
সহ্য করবো না মোরা আর
রাসূলের অপমান বারবার
গর্জে ওঠো বিশ্ব মুসলিম সবে
কেটে ফেল পশুর গর্দান তবে।
বিশ্ব নবীর মর্যাদা আর সন্মান
জানে গো সারা জমিন আসমান
তার তরে বেয়াদবি করে যারা
করে দাও তাদের গর্দান হারা।
এবার এক হও সব মুসলমান
ওগো এক হও সব মুসলমান
কেটে ফেল অমানুষের গর্দান
জাগো ঘুমিয়ে থাকা মুসলমান।
০৮/১১/২০২০