মানুষ তুমি বুদ্ধি খাটাও
করো কত কৌশল
ফাঁকি দেয়ার অযুহাত খোঁজ
করো কত ছল।
পারবে না ওগো কিছুতে
ধরা পরে যাবে সহজে
যত করো ছল-বল-কৌশল
লাগবে না তা কোনো কাজে।
যত ঠকাতে চাইবে তুমি
ঠকবে ততই তুমি নিজে
ঠকানো যায় না কভু আল্লাহ্ কে
কোন আশাতে রয়েছ,চলো কোন কাজে।
সময় থাকতে হও হুশিয়ার
আল্লাহ্ নবীর পথ ধরো
ছল-বল-কৌশল ছেড়ে তুমি
ইসলামের ই পথ ধরো।