আমার দেশ তোমার দেশ
রক্ত দিয়ে গড়া দেশ
সবুজ শ‌্যামল সোনার দেশ
কৃষক শ্রমিক মজুরের দেশ
সব মানুষের প্রাণের দেশ
নামটি তার বাংলাদেশ।
১৫.১১.২০০১