কত প্রিয় এই দেশ আমার সোনার বাংলাদেশ
করো না কো অবহেলা জুড়াতে তব প্রাণের জ্বালা
বারবার শান্তির রেশ দিয়েছে সোনালী স্বদেশ
বয়েছে তব জীবন ভেলা তবু ভাই করো অবহেলা।

জীবনে সুখের আবেশ দিয়েছে এই বাংলাদেশ
মেলেছে প্রকৃতির ডালা জুড়াতে নয়নের জ্বালা
পরিতৃপ্ত হৃদয় বেশ মায়া মমতার নাই শেষ
খুলে দাও হৃদয়ের তালা তব হৃদয় হবে উতলা।

জন্মভূমি প্রিয় দেশ বুকের মাঝে বাংলাদেশ
করবে যবে অবহেলা রইবে না সুখের মেলা
ঠাঁই দিয়েছে স্বদেশ অবদান তার অশেষ
যায় না কিছুতেই ভোলা ভেবে দেখ ভাই নিরালা।

ভালোবাসলে স্বদেশ উঠবে জেগে বাংলাদেশ
আর করো না অবহেলা এ যে ভালোবাসার পালা
সবে মিলে গড়ে তোলো দেশ আসবে তবে সুখের রেশ
লাগবে বুকে সুখের দোলা পরিশেষে বিজয়ের বেলা।