বাংলাদেশ, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত ভূখন্ড
তোমাকে নিয়ে ছিল কত কত আশা প্রতিটি প্রাণে
তবুও এতটা পথ পেরিয়ে হতাশ কেন
ধূসর চোখে তুমি তাকিয়ে কেন,ওগো বাংলাদেশ?

তোমার বুকে মানুষ কাঁদে কার দোষে বলো
হায়নার পদচারণ সগৌরবে আজও এখানে
মায়ের বুক খালি হয় নির্দ্বিধায় উচ্চৈঃস্বরে
বলো,এতটা অভাগা কেন তুমি,ওগো বাংলাদেশ?

উত্তর দাও নয়তো আবার রুখে দাঁড়াও
আর চাইনা শুনতে মানুষের হাহাকার
স্বাধীনতা ভূলুন্ঠিত হবে এভাবে আর কতকাল
এনে দাও যথার্থ স্বাধীনতা ,ওগো বাংলাদেশ।