কত রক্ত গেল কত প্রাণ গেল হায়
কত কত জন হয়ে গেল অসহায়
সন্তান হারালো প্রিয় আপনজন মাকে
জননী হারালো কলিজার টুকরাকে।
কত কত বোন হারালো নিজের মান
কত প্রিয় বঁধু সইল যে অপমান
অগনন পিতা হইল সন্তান হারা
আত্নাহুতি দিয়ে কতজন গেল মারা।
ঘর হারা হোল অগণিত পরিবার
সব হারা হয়ে খুঁজে পায়নি খাবার
নয় মাস ধরে ঝরেছে অশ্রু কত
হায়েনা দিয়েছে বাঙালির বুকে ক্ষত।
এত ক্ষয় ক্ষতি হয় না পরিসংখ্যান
বীর সন্তান’রা রেখেছে দেশের মান
তাইতো পেলাম প্রিয় দেশ বাংলাদেশ
খেলো না তোমরা নিয়ে সোনার স্বদেশ।