দালালি আর ঘুষ চলছে হরদম
আমার বাংলাদেশ আজ জেরবার
নরপিশাচেরা মেলেছে দু হাত
ভদ্রবেশে নীরবে চালাচ্ছে কারবার।

এই বাংলাদেশ কত রক্ত ঝরিয়ে
স্বাধীনতা অপমানিত দিকে দিকে
ঘুষখোরদের দালালের দখলে পড়ে
আজ চলছে স্বদেশ ধুঁকে ধুঁকে।

বাংলাদেশ,দুর্ভাগা বিশ্ব দরবারে
ঋণগ্রস্ত,দুর্নীতিগ্রস্ত-এই পরিচয়
নেতা-নেত্রী তবু নয় অপমানিত
মানুষের খুনে শুধু ক্ষমতাই চায়।

রাজনৈতিক গ্যাড়াকলে স্বাধীনতা ভূলুন্ঠিত
দলে দলে দলাদলি আর ভাগাভাগি
নিজের আখের গোছাতেই ব্যস্ত নেতা-নেত্রী
দেশের নিমিত্তে কেউ চায় না হতে ত্যাগী।
১৭.১১.২০১২