যে ঘুড়ি সুতো কেটে উড়ে গেছে
অজানায়
যে পাখি উড়ে গেছে আপনাতে
অদেখায়।

যে মেঘেরা হারায়েছে
সুদূরে
যে পথিক পথ ভুলে চলে গেছে
দূরে।

তাকে আর কেন খোঁজো
কি আশায়
আসবে না সে আর ফিরে
তব হৃদয়ের বাসায়।

মে,২০১২