মানুষে মানুষে ভেদাভেদ
একে অপরের প্রতি কেন এত খেদ !
একই বিধাতার সৃষ্টি মোরা সবাই
তবু এত বিভেদ কেন হবে ভাই ?

ভুলে যাও, ভুলে যাও সবে
হানাহানি-ভেদাভেদ যত আছে ভবে,
করো আলিঙ্গন সবাইকে
মিলব আমরা একই নদীর বাঁকে।

একই দেহ একই বরণ একই মাথার কেশ
জাত-বর্ণ ভুলে গিয়ে আনো ভালোবাসার রেশ,
করো করমর্দন সবে আনন্দ নিয়ে বুকে
তবেই তো মিলব আমরা একই নদীর বাঁকে।