এত কেন ভাবো বলো
এত কেন সংশয়ে ভোগো
বুকেতে কেন এত ভয়
এই তো ভালোবাসার সময়।
ওগো প্রেয়সী সংশয় ভোলো
হৃদয় দুয়ার খোলো
ভয় কে করো জয়
এই তো ভালোবাসার সময়।
ভাবনা ভুলে দু’হাত বাড়িয়ে
ধরো মোর দুই হাত ওগো
বুকেতে রাখো দৃঢ় প্রত্যয়
এই তো ভালোবাসার সময়।
মিছে ভাবনায় আর অভিমানে
থেক নাকো দূরে সরে
ফিরে এসো এ ফাগুনের দরজায়
এই তো ভালোবাসার সময়।
১০.১০.২০১৫