রে মানুষ নিজেরাই নিজেকে মেরো না
স্বজাতিকে আর তুমি কতল করো না
আপন ভাইয়ের রক্ত এভাবে ঝরাইও না
জননীর বুক থেকে কভু সন্তান কে কেঁড় না।

রে মানুষ কভু তুমি ছলনা করো না
কারো বুকে তুমি আর আঘাত দিও না
ইচ্ছে করে কাউকে তুমি কখনো ঠকাইও না
কখনো ধোঁকা দিয়ে কাউকে বিজয়ী হতে চেও না।

রে মানুষ নিজে নিজে পাপী হইও না
দিও না কাউকে আর কষ্ট দিও না
স্বজাতি কত কত আপন তাও কি তুমি জানো না
মনের মাঝে শত্রুতা আর কখনো পুষে রেখ না।