আমি পাপী-
পাপের বাটখারা দিয়া আমি
তোমার পাপ কেমনে মাপি
বলো আমিও যে পাপী।

আমি ক্ষমাপ্রার্থী-
চলতে চলতে জীবনে পাপী
হলাম যে অপরাধী
আমি ক্ষমাপ্রার্থী।

দিন গুনে গুনে অবশেষ
আমি পরাজিত
তোমাকে না ছুঁয়ে ফেলি
আমি ভীত।

আমি ক্ষমাপ্রার্থী-
পথে চলতে চলতে উপলব্ধি
বড়ই নিদারুণ
পাপী আমি যুগ যুগ অব্দি।

আমি পাপী, ক্ষমাপ্রার্থী-
ক্ষমা চাই দয়াময়
সংশোধন করো আমায়
দূর হোক সংশয়।

১৬।০৩।২০২৫