চুপ থে‌কো না আর কিছু‌তে
গ‌র্জে ও‌ঠো স‌বে এক সা‌থে
‌বি‌শ্বের মুস‌লিম এবার এক হও
নবীজীর অসন্মা‌নের জবাব দাও।।

মুহাম্মদ না‌মে দু‌নিয়া হইল রওশন
তার ত‌রে হায় এত বড় অসন্মান
‌বি‌শ্বের মুস‌লিম এবার এক হও
নবীজীর অসম্মা‌নের জবাব দাও।।

যার তরে দরুদ প‌ড়ে সারাজাহান
যার সন্মা‌নে কাঁ‌পে জ‌মিন আসমান
‌তি‌নি যে কান্ডারী মোর জীবন মরণ
‌কে ক‌রে কে ক‌রে তা‌রে অসন্মান
‌বি‌শ্বের মুস‌লিম এবার এক হও
নবীজীর অসন্মা‌নের জবাব দাও।।

‌আল্লাহর হা‌বি‌বে কে ক‌রে অপমান
ধ্বংস হোক অমানুষ জীবন মরণ
‌বি‌শ্বের মুস‌লিম এবার এক হও
নবীজীর অসন্মা‌নের জবাব দাও।।
০১/১১/২০২০