তোমার কথা ভাবিয়া
নীরবে যাই হাসিয়া
তুমি কতো অভিমানী
ভালোবাসো দিবস-রজনী।
সকাল-সাঁঝে অভিমানে
ভালোবাসা বাড়াও আপনমনে
চোখের আড়াল চাও না করতে
বন্ধু তুমি জানো ভালোবাসতে।
পারি না আমি তোমার মতো
হার মানি তাই অবিরত
তোমার ভালোবাসা বুকেতে মোর
বুঝবে না তুমি,ওগো মনচোর।
দিবস-রজনী তোমার ভালোবাসায়
আমার হৃদয় তৃপ্ত হতে চায়
অভিমানী তুমি বুকেতে থেক
ভালোবেসে মোরে যতনে রেখ।
৩০.০৫.২০১৫