তুমি শুধু ঝগড়া করো
অভিযোগ আমার-
বলিনি কখনো
রেখেছি সঙ্গোপনে
তুমি কতো ভালোবাসো।
চুপিসারে মনে মনে
ভাবি আমি ক্ষণে ক্ষণে
অভিযোগের অন্তরালে
উপলব্ধি আমার সারাক্ষণ
তুমি কতো ভালোবাসো।
ভালোবাসো অভিমানী
ঝগড়া করো অভিমানী
তুমি যে হৃদয় রানী
বুঝি আমি জানি আমি
তুমি কতো ভালোবাসো।
তুমি কতো ভালোবাসো
( অভিমানী )তুমি কতো ভালোবাসো।
৩০.০৫.২০১৫