আমার প্রিয়া কাঁদে
আমার বিহনে
চুপিসারে নীরবে
একা আনমনে।

কি করে বোঝাই তারে
তার নয়নে যে বরিষণ ঝরে
সে আমার ইচ্ছেয় নয়
আমিও ভালোবাসি তারে।

বোঝে না আমার অবুঝ প্রিয়া
অভিমান করে দিবস-রজনী জুড়িয়া
বোঝাতে পারি না কিছুতে
বসিয়া থাকে সে নীরবে কাঁদিয়া।

বলি অভিমানী প্রিয়া
অভিমান যাও ভুলিয়া
সবটুকু আমার তোমার তরে
বুকেতে রাখ ভালোবাসিয়া।
২৫.০৪.২০১৫