কত বাহাদুরি, জ্ঞানীর জাড়ি জুড়ি
আমি নাস্তিক মহাজ্ঞানী ভবে
উচ্চৈঃস্বরে ফেটে পরে কত জনে
আমার জ্ঞানেই পৃথিবী মুক্তি পাবে।
শোন বলি তবে অতি ক্ষুদ্র জ্ঞানে
মানবের মাঝে যতটুকু জ্ঞান করে বিচরণ
নাই কোনো দ্বিধা,নাই তো সংশয় কোনো
সবটুকু জ্ঞান,মহান জ্ঞানী আল্লাহ্ র দান।
ছাড় জ্ঞানীর ভাব বন্ধ করো কলরব
চেয়ে দেখ সামনে ডুবে গেল তোমার বেলা
নাস্তিকতার খোলশ ছাড় এবার তবে
করো না সময়ের প্রতি এভাবে অবহেলা।
কত নাস্তিক এলো সময়ের স্রোতে গেল
পারল না তো বাঁচাতে কিছুতে আর নিজেকে
ইহকালে পরকালে ,মুক্তি চাইলে শোন ভাই
ধরো নবীজীর পথ, খোঁজ আল্লাহ্ তায়ালাকে।