এমন নিশীথে একা
হৃদয়টা লাগে ফাঁকা
কোথায় রয়েছ তুমি
তোমারে ই খুঁজি আমি।

সুদূরে বিরহী পাখি
একা একা যায় ডাকি
বেদনা জানিয়ে যায়
আমারে কাঁদিয়ে হায়।

এমন জোছনা রাতে
তুমি নাই মোর সাথে
একা একা কেঁদে মরি
কেন এই ছাড়াছাড়ি।

আহ্ এমন নিশীথে
জোছনা বিলানো রাতে
তুমি নাই মোর সাথে
আমি আছি বেদনাতে।
২১.১২.২০০৯