বারেবারে হৃদয় দুয়ারে মোর
যে ব্যথা হানা দেয় মনচোর
তারই লাগি কাঁদি সারাক্ষণ
বলো কাঁদি কেন জীবন মরণ
আমি কাঁদি আজি কাঁদি সারাক্ষণ।।
তারই তরে ব্যথা সয়ে সয়ে
পুড়ে পুড়ে যাই অঙ্গার হয়ে
তবু ব্যথা কভু ব্যথা নাহি সরে
থেকে যায় থেকে যায় মন জুড়ে
আমি কাঁদি আজি কাঁদি সারাক্ষণ।।
দিবাযামী ধরে বুক জুড়ে ব্যথা
কত ব্যথা কাঁদায় মোরে অযথা
তবু হায় ভুলা নাহি যায় তারে
ফিরে ফিরে আসে সে বারেবারে
আমি কাঁদি আজি কাঁদি সারাক্ষণ।।
সে যে মোর হৃদয়ে দিয়ে হানা
গেল চলে হলো চিরতরে অচেনা
তারে ভুলে যেতে পারিনা পারিনা
বারেবারে করে মোরে আনমনা
আমি কাঁদি আজি কাঁদি সারাক্ষণ।।
২০/১১/২০২০