সারাজাহানের সৃষ্টিকুল জানে
আসমান জানে জমিন জানে
দিবস জানে রজনী জানে
সূর্য জানে চন্দ্র জানে
পাহাড় জানে মরু জানে
সাগর নদী সমীরণ জানে
উড়ে চলা পঙ্খীকূল জানে
মালিক নাই আল্লাহ্ বিনে
মালিক নাই আল্লাহ্ বিনে
পড় আলহামদুলিল্লাহ্ সব জনে
পড় আলহামদুলিল্লাহ্ এক মনে।।

সবাই জানে সবাই মানে
বিতর্ক  করে কোন জনে
দুনিয়ার সব সৃষ্টি ক্ষণে ক্ষণে
ঐ নামে জিকির করে মনে মনে
আল্লাহ্ নাম নিয়ে আপন মনে
ছুটে চলে সবকিছু সবখানে
কারণ সবে জানে সবে মানে
মালিক নাই আল্লাহ্ বিনে
মালিক নাই আল্লাহ্ বিনে
পড় আলহামদুলিল্লাহ্ সব জনে
পড় আলহামদুলিল্লাহ্ এক মনে।।

আহবান জানাই তাই, নাও মেনে
খুঁজে দেখ জনে জনে প্রয়োজনে
পাবে না খুঁজে আল্লাহ্ বিনে
আর কোনো মালিক দু'জাহানে
নাও মেনে নাও মেনে মনে প্রাণে
একূলে ওকূলে রবে খুশি মনে
মালিক নাই আল্লাহ্ বিনে
মালিক নাই আল্লাহ্ বিনে
পড় আলহামদুলিল্লাহ্ সব জনে
পড় আলহামদুলিল্লাহ্ এক মনে।।
২৫|১১|২০২২