পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কোরআন
লুকায়ে রয়েছে তারই মাঝে সকল জ্ঞান
অমৃত সুধা রয়েছে এর পাতায় পাতায়
খুঁজে দেখ মন তুমি সকালে আর সন্ধ্যায়।
কোরআন বোঝার মন থাকে যদি তোমার
খুঁজে পাবে দেখা তুমি একমাত্র আল্লাহর
কোরআনে রয়েছে ছড়িয়ে কত শান্তি বানী
জেগে ওঠো তুমি এবার ঐ আহবান শুনি।
তাওহীদের বানী রয়েছে ছড়ায়ে পরতে পরতে
কোরআন খোল না হলে থেকে যাবে সব অজ্ঞাতে
জানতে যদি চাও বুঝতে যদি চাও ওরে ও মন
তুমি কোরআন পড় কোরআন বোঝ এখন।
উম্মতে মোহাম্মদী তুমি যে এই ধরার বুকে
সাধনা করো ওরে ও মন সারাক্ষণ তুমি তাকে
কোরআন দেখাবে তোমাকে সদা মুক্তির পথ
এবার কোরআন ধরো দাও আর সবকিছু বাদ।
৩১.১০.২০০৬