ফুটুক আবার ফুল
বিকশিত হউক যৌবন
দোলা লাগুক আবার পাতায় পাতায়
ফিরে আসুক আবার নবীন ফাগুন।
জড়সড় হয়ে আছ কেন
ওহে নগর সভ্যতা
জেগে ওঠো পুনরায় নব নব সুরে
ভুলে যাও পরাজয় যত ব্যর্থতা।
দেখ ফুটেছে ফুল,গাইছে পাখি
বইছে সুবাতাস দিকে দিকে ঐ
জড়তার চাদর মুড়ে থেকো না-ক আর
বসন্তের গান গেয়ে করো হৈ হৈ রৈ রৈ।