আহারে! এই রকম জীবনের বলি
মেনে নেওয়া যায় না
যে পুলিশ চালালো ঐ গুলি
সে তো নরপিশাচ, কাপুরুষ, হায়েনা।

হে আবু সাঈদ
তুমি ছিলে বীর, বাঙালি জাতির
তোমার এ বলিদান বৃথা তো যাবে না
স্যালুট জানাই ওগো মহাবীর।

কোটা বৈষম্যের দূর হোক
সাধারণ মানুষের জয় হোক
ফিরে পাক সবে ন্যায্য অধিকার
আবু সাঈদের খুন সার্থক হোক।
১৮/০৭/২০২৪