জীবনের একটা অধ্যায়, পরিচ্ছেদ একটা
দিন গোনা আর আশায় পথ চাওয়া
কালের গতিতে ক্রমশঃ প্রাচীন হই
তথাচ চাওয়া-পাওয়ার সাদৃশ্য নাই।
বিষাদকে করেছি আলিঙ্গন দাঁড়িয়ে জীবনের প্রান্তে
শুণ্যতা নিয়েই দাঁড়িয়ে আছি বিবেকের দুয়ারে
দিন দিন প্রতিদিন শূণ্যতায় পূর্ণ হই।
কী চাওয়া জীবনের কাছে কেউ তা জানে না
ছুটছে সবাই ছুটছে এলোমেলো
আমিও ছুটছি অবিরত, শেষ জানিনা।