এক বিকেলে বাইরে বেড়িয়ে
নতজানু হয়ে দেখি
গোধূলি আলোয় মাখামাখি
জগৎ সংসার ।
অনেক দিন এরকম দেখিনি
মনের পাতায় আবছা অন্ধকারে
এল. ই. ডি. লাইট
জ্বলে উঠেই নিভে যায় ।
মনে পড়ে হারানো শৈশব
মা চুল খুলে কাপড়ের কোঁচড়ে
চাল গম নিয়ে বসত
পায়রাদের খাওয়াতো ।
সাক্ষাৎ লক্ষী প্রতিমা দর্শণ করতাম
মায়েরা তো লক্ষী হয়
সরস্বতী হয়
দেবী হয় —
মানুষী হয় না কখনও ।