তার মায়াবী দুটো চোখ
         তাকিয়ে থাকে আমার দিকে,
আমারও চোখ সরে না
          তাহার ওই চোখ থেকে।
একরাশ খোলা কেশে
            কর্ণে পুষ্প গুঁজিয়া,
সুমধুর কন্ঠস্বর শুনিতে
             নীরবে থাকি চাহিয়া।
মুখের মিষ্টি হাসিতে
           গালে টোল পড়ে,
তার অবস্থান পেলে
            আমার ধু্কপুকানি বাড়ে।
রক্ত জবা কোমল ওষ্ঠে
          না বলা কথাগুলো রয়েছে জমিয়া,
সময় পেলে কথা হত
           কোন এক নির্জন দুপুরবেলা?
হয়তো ভাবের কথা
            খুঁজিয়া নাই পাইতাম,
তবুও আপন মনে
             তাহার কথাই ভাবতাম।
হয়তো সে বলতে চায়
          একসঙ্গে সময় কাটাবি?
সুদীর্ঘ পথের সঙ্গী হয়ে
          জোড়া কদমে হাঁটবি!