তুমি ঝিরিঝিরি বৃষ্টি-বাদলের দিন চেয়েছিলে,
কিন্তু এমন দিন দেখিতে পাবে বর্ষাকালে!
চেয়েছিলে শীতল বায়ু তোমার পাশ দিয়ে বয়ে যাক,
তোমার শরীরের উষ্ণতায়; হিমানীর প্রস্তর গলে যাক।
নম্র পায়ের চির চিহ্ন জায়গায়,
আজও ঘাস জন্মায়নি সেথায়?
বিন্দু বিন্দু শিশিরের ফোঁটা পড়িতেছে যেথা,
মনে হয় এ যেন মায়াবী চাদরে ঢাকা।
রাশি রাশি ফুলের মালা, গাঁথিয়া বিকেলে বেলা;
নীলাভ গগনে মেঘেরা করিতেছে খেলা।
তুমি দেখিতে চেয়েছিলে-
জোনাকির মিটিমিটি আলো কেমনে জ্বলিতেছে একলা?
আমি বলিব-
তোমায় অপেক্ষা করিতে হইবে নিশীথ বেলা।
যখন রাত পেরিয়ে ভোর হইবে,
চারিদিকে ভরিয়া যাইবে পাখির কলরবে।
তখন তুমি কান পেতে শুনিবে,
জীবন ভর শুধু ডাকিতেছে তোমারে!
তুমি একবার চাহিয়া দেখিবে?
হেমন্ত তোমায় সঙ্গী করিয়া নেবে।
গ্রীষ্মকালের মতন কাঠফাটা রোদ্রৌ দেবে,
মেঘ ব্যতীত বৃষ্টি ঝরিবে।
শরতের আকাশ জুড়িয়া দেখিবে সুদর্শনা,
মনে হইবে এ যেন সত্যি নয়; নয় কল্পনা!
তুমি একবার তাঁ'র সঙ্গী হইয়া দেখিবে?
তোমায় অগাধ জীবনে বাঁধিয়া রাখিবে!