হে নারী,
তুমি তমাত্বে নারী- তুমি নহ কোন নারী
তুমি নারী তো তোমার নামে তুমি তুফানী,
তুমি জীবনের গতিতে চলা সবার তরে
তুমি সম্মুখে দিপ্ত ফলকে চাক্ষুস স্বারনী।
তুমি জন্ম দিতে পারো ধরিত্রীর উপরে
তুমি তোমার বিলানো ফসল যত্ন করো,
তুমি সেবী রূপি  বহুকাল সৃষ্টির শুরু
তুমি তোমার দক্ষে অবিচল তুমি পারো।
হে নারী,
তুমি হামেশায় চলেছো চিরাচরিত পথে
তুমি কখনো তোমার বাঁধা কখনো দুরন্ত,
তুমি জাগিতে পারো জাগিয়ে তোল জনে
তুমি তোমার প্রতিভা বটে নারী নও দৃষ্টান্ত।
তুমি ধরেছো কলম রয়েছো কালি কাগজে
তুমি দাঁড়িয়ে সম্মুখে কলম উঁচুয়ে আদালতে,
তুমি বসিয়ে স্নেহে কমল পড়শে হাতের ছোঁয়া
তুমি সন্তান বেড়ে তোলা সমাজের আলোতে।
হে নারী,
তুমি গতিতে গতিয়ে উদ্ধর্ধে আজি মেঘের কোলে
তুমি পাখি রূপে দেশী হয়ে দশের দৃশ্যত দিপ্তমান,
তুমি বিদ্যা পিঠে স্বরশ্বতী  রূপে বিলিয়ে শিক্ষা
তুমি তোমার সংসার পরিজনের শ্বাষত সম্মান।
তুমি শিল্পে জড়িত শ্রমিক নও তুমি শিল্পের চাকা
তুমি জাগিছো নিশি দিনে পোষাকে দমাদ্ধ জানি,
তুমি কৃষিতে সমাজে আজি রেখেছো আধিকার
তুমি রাষ্ট্রে নিরাপত্তায় তুমি তো তোমার নারীত্ববানী।