বুক জুড়ে কষ্টের তরী বহে 
কিনারহীন সাগবে,
হাতটা বাড়িয়ে দিলাম তোমার পানে
বন্ধুত্বের নগরে।

তুমিও বলেছিলে পাশে আছি তোমার 
ব্যাস্ত শহরে,
হঠাৎ অজানা ঝড়ে ডুবে দিলে তরী
মধ্য সাগরে।

কালো মেঘে ঢেকে আসে চারপাশ
অন্ধকারে রয় বিবেকের চাবি,
জীবনের এ কেমন স্বপ্ন জোয়ারে
করেছিলাম বন্ধুত্বের দাবি।