তুমি আসবে বলে-
ডায়েরির পাতা ছিড়ে তারিখ জমাই
তুলে রাখা স্মৃতি গুলো হাতড়ে নামাই ।
সামান্যই সুখে ভরা, বাকিটা বিষাদময়
আপসোস হবে তাই করিনা নির্ণয় ।।
তুমি আসবে বলে-
আজকাল ঘুমেরা নিজে থেকে দূরে দূরে ঘোরে
রুটিন মাফিক হাঁটাহাঁটি হয়না তাই ভোরে ।
এই নিয়ে অনিতার অভিমানী চোখ ভেজা কথা
জবাবহীন মৃদু হাসি, বুকে নিয়ে সুপ্ত সুখের ব্যাথা ।।
তুমি আসবে বলে-
রোজ রোজ দিক বিদিক চেয়ে থাকি ধূসর চোখে
নিজেকে ব্যাখ্যা করি এখন নিজের মুখে ।
বয়সের হিসাব গুণী, আছে কি আর অল্প-বিস্তর বাকি
এই বুঝি এলে তুমি বাতাসে কান পেতে থাকি ।।
তুমি আসবে বলে-
প্রতিদিন ধূলো জমা এ্যালবাম মুছে মুছে দেখি
ভারী চশমার তলে রোজ ভিজে ওঠে আঁখি ।
বড় মমতার চোখে হাত বুলাই, বসে রোজ লবিতে
ছেলে-মেয়ে, নাতি-নাতনি, অনিতার ছবিতে ।।
তুমি আসবে বলে-
মাঝে মাঝে খুলে দেখি আপন হৃদয়ের দর্পণ
পাহাড়সম জমাট বাঁধা ঘৃণা তোমায় করতে অর্পণ ।
‘মৃত্যু,’ অগ্রজ বন্ধু আমার, জানি ধারবেনা ধার কারো
আমি তোমায় ঘৃণা করি, ভালোবাসতে পারবো না একবারও ।।