এই মেয়ে তুই বল তো কেন
রাত দুপুরে ছাদে ঘুরিস ?
যে কারণে কৃত্রিম সুখের হাসি মেখে
আড়ালে তোর হৃদয় পুড়িস !
এই মেয়ে তুই নদী চিনিস
উত্তাল কত ঢেউয়ের সারি ?
কানপেতে শোন্ আমার বুকে
আমিই নদী আমিই নারী !
এই মেয়ে তুই বল তো কেন
আনমনে সব কি কি বলিস ?
যে কারণে পাগলামিটা বেড়ে দিয়ে
বাউন্ডুলে হয়ে চলিস !
এই মেয়ে তুই কবিতা হবি
হবি আমার ছন্দ রাণী ?
ফিরেদিবি অঘুম রাতের
বেহিসাবি চোখের পানি !
এই মেয়ে তুই বল তো কেন
উদাস চোখে আকাশ দেখিস ?
মেঘের ভিড়ে তোর অবয়ব
এটাই শুধু মনে রাখিস !
এই মেয়ে তুই জানিস নাকি
মনেরও একটা মন থাকে ?
দেখ না চেয়ে আমার চোখের
কালো তারার গহীন বাঁকে !
এই মেয়ে তুই জোয়ার চিনিস
চিনিস ভাটার টানের ধারা ?
নিজে থেকেই বুঝতে পাবি
সাহস করে সামনে দাঁড়া !
এই মেয়ে তুই বল তো কেন
মুছিস না তোর ভেজা আঁখি ?
হাত বাড়িয়ে দে না মুছে
ওটুকুই তো আছে বাকি ।