এখানে আমার ছড়িয়ে আছে
বাবার আদর স্নেহ শাসন,
দাদির কবর, পিতামহের
আদর মাখা কড়া ভাষণ ।।

এখানে আমার ছড়িয়ে আছে
মমতা মাখা মায়ের হাসি,
মেঘের ভিড়ে মুখ লুকানো
দুপুর রাতের মাতাল শশী ।।

এখানে আমার ছড়িয়ে আছে
স্বপ্ন দেখা রাতের নিঝুম,
বদলে যাওয়া সময় গুলো
ঝিঁঝি ডাকা জোনাকি ঘুম ।।

এখানে আমার ছড়িয়ে আছে
সাত জনমের হাজার স্মৃতি,
তাই তো আসি গাঁয়ে ছুটে
কেমনে ভুলি সবুজ প্রীতি ।।