দংশনের পর দংশন পড়ে সর্বাঙ্গ বিষের ঘোরে
প্রায় অনেকটা নীলচে হয়েছে গতর ।
প্রথম শ্রেণীর সবুজ আলো
তৃতীর শ্রেণীর খবর ভালো
দ্বিতীয় শ্রেণী জড়াজীর্ণ এখন বিষে কাতর ।।
মাথাপিছু আয় বাড়ে নিত্য জোটেনা বাঁচার পথ্য
কষ্টরা দাফন হয় হৃদয়ের কবরে ।
উদ্বিগ্ন দিশেহারা রোগী যত
বর চায় বিধাতার অবিরত
মাথাপিছু ব্যয়ের হিসাব কখনো আসেনাতো খবরে ।।
দোষ করে যতটা না শাস্তি বিনাদোষে দ্বিগুণেরও বেশি
আসামীর চোখজুড়ে কালো মেঘে ভরা ।
সবুজ বৃক্ষ লতা ক্রমশ ঝরে
কম বেশি প্রতিটি ঘরে ঘরে
গভীর দীর্ঘশ্বাসে সংলাপ আওড়াই বিচিত্র রহস্য এ ধরা ।।
দংশনে সেও আজ বিলিন প্রায়, আগেকার স্বজন প্রীতি
দিনে দিনে ফিকে হয়ে যাচ্ছে সবেই ।
অদৃশ্য প্রাচীর যেন মাঝখানে
ভাঙতে পারি না কোন গানে
মায়া আর মমতার কথা, সেতো উঠে গেছে কবেই ।।