বিজয় তোমায় আড়ালে দেখি
মাতৃগর্ভের নিকষকালো অন্ধকারে
বিন্দু ভ্রুণে আলোক রশ্মি
যেভাবে বৃহত সূর্য গড়ে ।
অশ্রুসিক্ত জননী আজও
কেঁদে কেঁদে হেসে হয় আকুল
বিজয় তোমার রূপ দেখে তাই
ভিতর থেকে হই ব্যাকুল ।।
বিজয় তোমায় আড়ালে দেখি
ট্রাঙ্কে তোলা বাবার শার্টে,
হাসি মাখা ঐ মুখটা মায়ের
আড়ালে ঠিকই বুকটা ফাটে ।
ধীরেন কাকা আর ফেরেনি
মা বলে যান অবিরত,
প্রশ্নটা তাই ছুঁড়েই দিলাম
বিজয় তোমার মূল্য কত ?
বিজয় তোমায় আড়ালে দেখি
বীরাঙ্গনা বুবুর চোখে,
নিষ্পলক সে থাকে চেয়ে
‘পাগলী বুড়ি’ লোকের মুখে ।
বিজয় তুমি খোলা কপাট
সবুজ শ্যামল বঙ্গতে,
মেঘবালিকার এলো চুলে
রাইকিশোরীর অঙ্গতে ।।